সিলেট প্রতিনিধি।
সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সার্কিট হাউস থেকে জালালাবাদ পার্ক হয়ে ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা অংশ নেন। অভিযানে জেলা প্রশাসক শুধু নির্দেশনা দেননি, নিজেও হাতে ময়লা পরিষ্কার করেন। তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, “এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।”
ডিসি সারওয়ার আলম আরও বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব সবার। নাগরিকরা যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে নিজেদের জায়গা পরিষ্কার রাখেন, তাহলে শহরও স্বাভাবিকভাবেই পরিচ্ছন্ন থাকবে। তিনি হকারমুক্ত ও আবর্জনামুক্ত সড়ক ও ব্রিজকে শহরের গর্ব হিসেবে উল্লেখ করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা শুধু রাস্তায় নয়, মনেও থাকা দরকার। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব পালন একত্রে হলে সিলেট হবে আরও সুন্দর।