নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৃশংসভাবে ৩ জনকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আলোকবালী ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের সহিংসতায় পুরো এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, প্রচার সম্পাদক ইলিয়াস ভূইয়া, ক্রীড়া সংগঠক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রদলের সাবেক জেলা সেক্রেটারি আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস শরীফ আহমেদ, আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল বাতেন, নরসিংদী অক্সফোর্ড কলেজের লেকচারার জাহিদুল ইসলাম, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আহমেদ ইসলাম, নিহত ইদন মিয়ার ছেলে কাজী হিমেল, নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আসাদ সরকার, পৌলানপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, কাজিরকান্দি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, আলোকবালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আসাদুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা দেলোয়ার হোসেন দিপু ও শাহ আলম চৌধুরী প্রকাশ্য মদদে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সদস্য সচিব কাইয়ুম সরকারের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান