1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত সহ কয়েকটি দল : কায়সার কামাল - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত সহ কয়েকটি দল : কায়সার কামাল দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদরাসা বোর্ড কাতারের কাছে ক্ষমা চাওয়ায় ইসরায়েলে তীব্র রাজনৈতিক অস্থিরতা এনটিআরসিএ পরীক্ষায় কাঠামো বদল, মাদরাসা শিক্ষকদের জন্য নতুন শর্ত ভাইকে বাঁচাতে বান্ধবীকে ফাঁসানোর অভিযোগ জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন মুক্তির আগেই ৯ কোটি রুপির ঝড় তুলল কান্তারা প্রিক্যুয়াল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে তথ্য পাঠানোর নির্দেশ নরসিংদীর আলোকবালীতে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকার পূজা বাজারে খাদ্য পেল ৩০০ দরিদ্র পরিবার

পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত সহ কয়েকটি দল : কায়সার কামাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সেই চেষ্টা ব্যর্থ করে দিতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরের চানপুর এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় কায়সার কামাল বলেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। তারা দেশের নতুন নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ষড়যন্ত্র টা কী, সেটা হচ্ছে- যেন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আর না হয়। বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়। 

হ্যাঁ, পিআরএর দাবি থাকতেই পারে কিন্তু যাদের দাবি আছে তাদের দাবি নির্বাচনে মেনিফেস্টো (ইশতেহার) দিয়ে দিতে পারে। 

যারা বিভিন্ন ঠুনকো বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই- গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষ গত ১৭ বছর ভোট করতে পারেনি। সারা দেশের মানুষ আজ ভোট দেয়ার জন্য অন্য উন্মুখ হয়ে আছেন। 

এখানে যারা পিআর এর কথা বলছেন, পিআরএর জন্য কিন্তু দেশের মানুষ রক্ত দেয় নাই। পিআর এর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় নাই। পিআর নিয়ে যারা দাবি করছেন- তারা অনেকেই জানেন না পিআর কী জিনিস?

তিনি বলেন, আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা যুক্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে। আসুন আমরা সে গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। 
আরও শক্তিশালী করি। আর একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। আপনাদেরকে আহ্বান জানাবো- বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে। 

অনুষ্ঠানে কুমারী পূজা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, কুমারী পূজা হলো নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করা। হিন্দু ধর্মের শাস্ত্রে আছে প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। 

এই পূজার মাধ্যমে সেই শক্তিকে সম্মান জানানোর জন্য কুমারী পূজা করা হয়।ইদানিন্তকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে প্রথম কুমারী পূজা প্রচলন করেন। এই দুর্গাপূজার মধ্য দিয়ে সবার মধ্যে সম্প্রীতি বিরাজমান হোক। 

আমাদের এই দেশ অসাম্প্রদায়িক। এখানে সকল ধর্মের মানুষেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। প্রত্যেক মানুষই তার নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করবে, এটাই স্বাভাবিক। 
আমরা সব ধর্ম-বর্ণের মানুষ নিয়ে শান্তিতে দেশে বসবাস করতে চাই। সব ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে।

এদিকে মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews