নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণা জেলা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ উদ্যোগের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে৷
রবিবার (৫ অক্টোবর) নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় সড়কে অবৈধ পার্কিং করা অটো, ভ্যান, বাইক, ফল ও সবজির দোকানকে সতর্কতামূলকভাবে সরিয়ে দেয়া হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে অভিযান কার্যক্রমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখল ও অবৈধ পার্কিংমুক্ত রাখার বিষয়ে সতর্ক করেন। জেলা প্রশাসক বলেন, শহরের মান উন্নয়নে এবং প্রশাসনের কার্যক্রম সফল ও বেগবান রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
অভিযান পরিচালনাকালে নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফ সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।