প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ।
তিনি সময় সংবাদকে জানান, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।”
রাজ আরও জানান, প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁও এলাকায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে। তবে অনুষ্ঠানটির সুনির্দিষ্ট স্থান ও বিস্তারিত জানাতে আগামী ২০ অক্টোবরের পরে সংবাদ সম্মেলন করা হবে।
বাংলাদেশে এটি হবে ড. জাকির নায়েকের প্রথম সফর। ইসলামী আলোচনায় আন্তর্জাতিকভাবে পরিচিত এই বক্তা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় বক্তৃতা দিয়ে আসছেন।