বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে তাকে রামু সিএমএইচ থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, গতকাল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় টহল কালে বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। একটি পা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএস) চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামু থেকে বিজিবির নিজস্ব হেলিকপ্টার যোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় ২০২৩ থেকে ২০২৫ পর্যস্ত স্থল মাইন বিস্ফোরণে অন্তত ১৬ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।