1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ত্রিপুরায় তিন বাংলাদেশি পিটিয়ে হত্যা, সীমান্তে উত্তেজনা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

ত্রিপুরায় তিন বাংলাদেশি পিটিয়ে হত্যা, সীমান্তে উত্তেজনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ভারতীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকার কারেঙ্গিছড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

ত্রিপুরার স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, সকালে পাহাড়ি আদিবাসীরা গরু চুরির সন্দেহে ওই তিন বাংলাদেশির ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নেয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

বিজিবির তথ্যমতে, দুই থেকে তিন দিন আগে নিহতরা শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থলটি সীমান্ত থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের সদস্য তারেকুর রহমান বলেন, বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠানোর পর মরদেহের ছবি দেখে তাদের শতভাগ শনাক্ত করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews