বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পশ্চিম রেলের কেনাকাটায় ২ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীতে পশ্চিম রেলের কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির অভিযোগে ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে সংস্থাটির সাবেক দুই মহাব্যবস্থাপকও রয়েছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮–১৯ অর্থবছরে বিভিন্ন অফিস সামগ্রী বাজারদরের চেয়ে ১৫ থেকে ৩৩ গুণ বেশি দামে কেনা হয়েছে। তদন্তে দেখা যায়, ১৭৩ টাকার তালা কেনা হয়েছে ৫,৫৯০ টাকায়, ২৬০ টাকার বালতি ১,৮৯০ টাকায়, ৬৫ টাকার বাঁশি ৪১৫ টাকায় এবং ৯৮ টাকার ঝাড়ু কেনা হয়েছে ১,৪৪০ টাকায়।
এই অনিয়মে মোট আত্মসাৎ হয়েছে ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা। এ ঘটনায় বুধবার দুদকের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীতে মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন অবসরে যাওয়া পশ্চিম রেলের দুই সাবেক মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম ও মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ১৬ জন কর্মকর্তা।
দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৪টি টেন্ডারের মাধ্যমে ১৭ ধরনের পণ্য কেনাকাটায় বাজারদর যাচাই না করেই উচ্চমূল্যে দর নির্ধারণ করা হয়। ১৬৬টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়ে কার্যাদেশ পায়।
রেলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি, যার নেতৃত্বে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ভুবন চন্দ্র বিশ্বাস, এসব অনিয়মের প্রমাণ পায়। দুদকের মতে, প্রাক্কলন কমিটি, মূল্যায়ন কমিটি ও অনুমোদনকারী কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
সংস্থাটি বলছে, অনুমোদনকারী কর্মকর্তারা চাইলে দরপত্র বাতিল বা পুনরায় আহ্বান করতে পারতেন, কিন্তু তা না করে অনিয়মিতভাবে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন।