বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন পৌরসভা গঠন ও মশাবাহিত রোগ নির্মূলে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১১টায় পৌর ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।