1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদরাসা বোর্ডে তৃতীয় ঝালকাঠি এন এস কামিল মাদরাসা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

মাদরাসা বোর্ডে তৃতীয় ঝালকাঠি এন এস কামিল মাদরাসা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ জন খবরটি পড়েছেন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে মাদরাসা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। বরাবরের মতোই কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি থেকে এ বছর বিজ্ঞান বিভাগের ৬২ জন ও সাধারণ বিভাগের ২০৪ জনসহ মোট ২৬৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৬২ জন পাস করেছে, যা ৯৮.৫০ শতাংশ পাসের হার। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১০৭ জন শিক্ষার্থী।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমাদের এই ধারাবাহিক সাফল্যের মূল রহস্য হলো দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ, সেমিস্টারভিত্তিক পরীক্ষা ব্যবস্থা, নিয়মিত ক্লাসটেস্ট ও ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলন এবং আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতাই আমাদের এই গৌরবের ভিত্তি।

তিনি আরও বলেন,আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

জানা গেছে, এ বছরের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা (পাসের হার ৯৯.৪১ শতাংশ), আর দ্বিতীয় স্থানে রয়েছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (পাসের হার ৯৯.০৬ শতাংশ)।

উল্লেখ্য, ১৯৫০ সালে ওলিয়ে কামেল হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে দাখিল, আলিম, ফাজিল ও কামিলসহ (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) অনার্স–মাস্টার্স পর্যায়ে প্রতিষ্ঠানে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews