বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও বাঘারপাড়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে উপজেলার খাজুরায় অবস্থিত মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২৬ জন পাস করেছে। এর মধ্যে বিজ্ঞানে ২ জন ও মানবিক থেকে ৮ জন জিপিএ-৫ পেয়েছে। গড় পাসের হার শতকরা ৬৭.৭৪ ভাগ। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। খুশি শিক্ষার্থীরা।
প্রাপ্ত তথ্য মতে, ফলাফলে রায়পুর স্কুল অ্যাণ্ড কলেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৬৪.২৮ ভাগ। ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা জহুরপুর খবির-উর-রহমান কলেজ থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৫৩.৫০ ভাগ।
এদিকে নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের প্রতি শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই- আমরা ভালো ফলাফলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি। তবে এ বছরে শতভাগ পাসের অর্জন হাতছাড়া হয়েছে। এর আগে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ফলাফলে শতভাগ পাসের রেকর্ড ছিল। আগামীতে সেই রেকর্ড অর্জনে আমরা কঠোর পরিশ্রম করব।’