1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭ জন খবরটি পড়েছেন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনাবাহিনীর মোট ১৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুপুরে লাগা আগুন সন্ধ্যা ৭টা পর্যন্তও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আগুন ছড়িয়ে পড়েছে ভবনের প্রতিটি তলায়। আগুনের তীব্রতায় ভবনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশপাশের কারখানাগুলোর ওপরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আগুনের তীব্রতা এত বেশি যে আমাদের কাছে যেতেই বেগ পেতে হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী, বিমানবাহিনী ও সিইপিজেডের সেনাবাহিনীর টিমও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইতোমধ্যে অন্তত ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ফায়ার সার্ভিসের একজন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, ওই কারখানার অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। কারখানাটিতে চিকিৎসা খাতের জন্য তোয়ালে ও অ্যাপ্রোন জাতীয় পোশাক তৈরি করা হয়। নিচতলা ও দ্বিতীয় তলায় থাকা মেশিনারিজগুলোর প্রতিটির দাম ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বলে জানা গেছে।

এ ছাড়া কারখানায় প্রায় ৮০০ শ্রমিক-কর্মকর্তা কর্মরত থাকলেও অধিকাংশই সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত কেউ ভেতরে আটকে আছেন বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে, আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, অহেতুক লোকজনের ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews