অভয়নগর(যশোর) প্রতিনিধি।
যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্র্রে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, টিউটর ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।