ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
ওয়াশিংটন, ২৩ অক্টোবর: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি পার্লামেন্টের নতুন পদক্ষেপ এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্প্রতি ঘোষিত গাজা শান্তিচুক্তিকে হুমকির মুখে ফেলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাত্র এক সপ্তাহ পরেই রুবিওর এই মন্তব্য এলো। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে তার এবং প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট—”এটি এমন কিছু নয়, যেটি আমাদের এখনই সমর্থন করতে হবে।”
গত মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়। নেসেটে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিলটি ২৫-২৪ ভোটে প্রাথমিক অনুমোদন পায়। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মনে করেন, এই ধরনের সংযুক্তিকরণের উদ্যোগ সামগ্রিকভাবে শান্তিচুক্তিকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। রুবিও আরও বলেন, “এ মুহূর্তে, এটি এমন কিছু, যা নেতিবাচক হবে বলেই আমরা মনে করছি।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের অর্জনকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন যেকোনো কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন।”
যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সামরিক ও কূটনৈতিক সমর্থক হলেও, বর্তমান পরিস্থিতিতে পশ্চিম তীরকে সংযুক্ত করার পদক্ষেপকে ‘বিপৎসীমা’ বলে সতর্ক করেছে। গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি আরব ও ইসলামি দেশকে সেনা ও অর্থ প্রদানে যুক্ত করার প্রচেষ্টার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই কড়া বার্তা এল। যদিও রুবিও সামগ্রিকভাবে শান্তিচুক্তি রক্ষার বিষয়ে আশা ব্যক্ত করেছেন।