দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা‘র লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রাথী শরীফ উদ্দিন জুয়েল ।
বৃহস্পতিবার রাতে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেও মীরেরপাড়া গ্রামে উঠান বৈঠক করেন তিনি।
এ সময় জুয়েল বলেন, আমরা রাজনীতির পরিবর্তন আনতে চাই। পরিবর্তনের উদ্দেশ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১দফা‘র বিষয়ে জানাতে আপনাদের কাছে এসেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গঠন করা হবে। যেখানে কোন বৈষম্য থাকবেনা। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়জুক্ত করতে হবে। কেননা ধানের শীষ উন্নয়নের প্রতীক, ধানের শীষ শান্তির প্রতীক।
শেষে শরীফ উদ্দিন জুয়েল খলিশাকুন্ডি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করেন।
এর আগে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুিন্ড বাজার, পিপুলবাড়িয়া,কাতলামারী, গাজীপাড়া সহ আশেপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমসহ স্থানীয়
বিএনপি নেতা আনিস মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সুম সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।