দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত মোড় বাজারে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনের কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির ভাবনা শীর্ষক উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল এ কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় এ উঠান বৈঠকে জুয়েল আরো বলেন, ৩১ দফা সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের মৌলিক অকিারগুলো সমুন্নত রাখা, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, ৩১ দফার অন্যতম হলো জবাবদিহিতা। ইউপি সদস্য, চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী, এমপি এবং মাঠ পর্যায়ের সরকারী কর্মকর্তা থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। যার ফলে দেশে সু-শাসন ফিরে আসবে।
এছাড়া তিনি মহিষকুন্ডি বাজার, হাতিশালা মোড়, ভাগজোত বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন,বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, মহিলা নেত্রী সুরাইয়া কাজল সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।