রাউজান প্রতিনিধি। চট্টগ্রামের রাউজান উপজেলায় পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর ওরফে আলম (৪৯) নামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম পূর্ব রাউজানের সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক অনুষ্ঠান শেষে কয়েকজনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলম। রশিদের পাড়া মসজিদের পাশে পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাউজানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এক বাসিন্দা বলেন, “এখানে প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। ব্যক্তি শাসন চলে—একজন যায়, আরেকজন আসে, কিন্তু সন্ত্রাস কমে না।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “এ ঘটনায় এখনও মামলা হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীতে গুলিতে নিহত হন রাউজানেরই আরেক বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিম। টানা দুটি হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।