নিজস্ব প্রতিনিধি।
“আমি নয়টা-পাঁচটার অফিসার নই, বরং ২৪ ঘণ্টা জনগণের সেবায় কাজ করার চেষ্টা করি” আমি ৯টা ৫টার অফিসার কখনো ছিলাম না আর ভবিষ্যতেও থাকবো না সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন মন্তব্য করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, উপজেলা রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন প্রমুখ। এসময় উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও দেদারুল ইসলাম বলেন, “সরকার আমাদের জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা হলেও প্রশাসনিক দায়িত্ব এমন একটি জায়গা, যেখানে সময়ের সীমা টেনে রাখা যায় না। মানুষের সমস্যা, দুর্যোগ বা যেকোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে- আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “জনগণই আমাদের শক্তি। তাই অফিসে বা বাইরে- যেখানেই থাকি না কেন, তাদের পাশে থেকে কাজ করাটাই আমার দায়িত্ব ও অঙ্গীকার।”
সভায় ইউএনওর এই বক্তব্য উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনেকেই বলেন, তার এ ধরনের মনোভাব মাঠ প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।
মতবিনিময় কালে শ্যামনগরের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছ থেকে নবগত ইউএনও অবগত হন,এবং শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।