বিডিটেলিগ্রাফ ডেস্ক।
স্বাভাবিকভাবে মানুষের কর্মফল অনুযায়ী পরকালে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয়। তবে ইসলামি শিক্ষায় এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
হাদিসে বলা হয়েছে, তিন শ্রেণির মানুষের চোখের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন আল্লাহ। তারা হলেন—যারা আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারা দেয় বা জিহাদে অংশ নেয়, যারা আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় এবং যারা নিষিদ্ধ বস্তু দেখা থেকে চোখ ফিরিয়ে নেয়।
হজরত আবু হুরায়রা (রা.) ও ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত হাদিসে নবী করিম (সা.) বলেন, “দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না—একটি হলো সেই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে, অন্যটি হলো যে চোখ আল্লাহর রাস্তায় রাত জাগরণ করে।” (জামে তিরমিজি: ১৬৩৩)
আরেক বর্ণনায় (সুনানে দারেমি: ২৪৪৫) উল্লেখ করা হয়েছে, যে চোখ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকে, সেটিও জাহান্নাম থেকে রক্ষা পাবে।
ইসলামি আলেমরা বলেন, এই হাদিসগুলোতে মানুষের আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক সংযমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহভীত, আত্মসংযমী এবং নিবেদিতপ্রাণ মানুষই পরকালে নিরাপত্তা লাভ করবে।