বরগুনায় ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে স্মৃতিস্তম্ভ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছে গণপূর্ত বিভাগ। বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, সার্কিট হাউজ ও শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত এই ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্বৃত্তরা বেদীতে কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে ছাত্রশিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং স্মৃতিস্তম্ভে এসে তা শেষ করে। ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ প্রশ্ন তোলেন, পুলিশের টহলের মধ্যেও কিভাবে এই গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ঘটল। তিনি নিরাপত্তা জোরদার করার দাবি জানান। বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুজনও প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বলেন, তিনি আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছিলেন। তিনি জানান, অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি। স্মৃতিস্তম্ভের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগকে দ্রুত সিসি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আজ তা স্থাপন করেছে।