বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । শনিবার যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ সভাপতি এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
এসময় তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী মিলেই ভালো শিক্ষা অর্জন সম্ভব। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভুমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্তাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাছুদ আলম টিপু, বাচ্চু মিয়া, আব্দুল হক, ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় পাঁচজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।