বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ মামুন (৩৮) নামে এক ব্যবসায়িকে আটক করেছে
থানা পুলিশ।
আটককৃত মামুন বাঘারপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হোসেন আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১২৭
পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আটক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ১২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, মামুন একজন মাদক ব্যবসায়ি। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।