জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম ও দ্বিতীয় দিনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে নারী হল সংসদের জন্য কেউ ফরম নেননি।
এর আগে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চারজন। রবিবার দ্বিতীয় দিনে আরও পাঁচজন সংগ্রহ করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। তবে তারা কারা কোন পদে লড়বেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবারের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়ন ফরম মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান জানান, দুই দিনে মোট ৯ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ছাত্রী হল থেকে কোনো নারী শিক্ষার্থী এখনও হল সংসদ নির্বাচনের জন্য ফরম নেননি।
মনোনয়নপত্র নেওয়া শিক্ষার্থীরা হলেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শৈশব দাস, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাউন আহমেদ, সংগীত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ্রা মন্ডল, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরারুল হাসিব।
এ ছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিয়াথ আহমেদ শুভ, মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান রিয়াজ, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হক এবং নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তৌহিদ চৌধুরী।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থি তালিকা প্রকাশ করা হবে।
২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফল প্রকাশের কথা রয়েছে।