আগামী বছর ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গুরুতর অসুস্থ যাত্রীদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং যারা হজে যোগ দিতে ফিটনেস সার্টিফিকেট পাবেন না, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত ব্যক্তিরা, গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা গুরুতর প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরা হজে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি, ফিটনেস সার্টিফিকেট প্রদান ও যাচাইয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হজযাত্রীর সার্টিফিকেট সৌদি মনিটরিং টিম যাচাই করবে।