1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৮ জনসহ ৪২ ভারতীয় নিহত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৮ জনসহ ৪২ ভারতীয় নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরাহ পালনকারী ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় শিশু এবং একই পরিবারের তিন প্রজন্মের ১৮ সদস্য রয়েছেন। রোববার স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে মক্কা–মদিনা রুটের মুহরাস এলাকায় ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে আগুন ধরে যায়।

মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিহত সবার বাড়ি ভারতের তেলেঙ্গানায়।

এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ বলেন, পরিবারের ১৮ সদস্য—নাসিরুদ্দিন (৭০), আখতার বেগম (৬২), তাদের ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা—ওমরাহ পালন শেষে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। দুর্ঘটনার আগে পর্যন্ত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল পরিবারের সবার।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, খোঁজ-খবর সংগ্রহ এবং প্রয়োজনীয় হলে সৌদি আরবে সহায়তা পাঠানোর প্রস্তুতি নিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্তে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews