অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে লাকড়ি বহনকারী ট্রলি উল্টে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নিহত এবং অপরজন বড়ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার সিদ্ধিপাশা এলাকার লিয়াকত ফকিরের ছোট ছেলে জুয়েল ফকির (২৫) নিহত হয়েছেন এবং তার বড় ছেলে সোহেল ফকির (৩০) গুরুতর আহত হয়েছেন ।
এলাকাবাসীরা জানান, লাকড়ি ভর্তি একটি ট্রলি নিয়ে হিদিয়া থেকে সিদ্ধিপাশা যাওয়ার পথে হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ফকিরকে মৃত ঘোষণা করেন এবং অপরজন সোহেল ফকিরকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি সম্পর্কে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এসআই রাইসুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।