নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) পবিত্র জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জি.এম শহিদুল ইসলাম, অত্র মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম সহ মুসল্লিবৃন্দ।
নবগঠিত কমিটিতে সভাপতি জি.এম সাইফুল ইসলাম লিটু, সহ-সভাপতি যথাক্রমে নুর ইসলাম সরদার ও জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সাবেক সেনা সদস্য জি.এম রুস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (মশাল), কোষাধ্যক্ষ আব্দুল জলিল সরদার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য হযরত আলী মোল্ল্যা, শফিকুল ইসলাম সরদার, শাহিনুল ইসলাম জর্জ, সিকান্দার আলী, মুজিবুর রহমান গাজী, আইয়ুব আলী গাজী।
মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠনের পাশাপাশি ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টামণ্ডলী হলেন আলহাজ্ব জি. এম শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম (বাহার), জি.এম আব্দুর রউফ (ইউপি সদস্য, ০৪ নং ওয়ার্ড), মো. আব্দুর রশিদ গাজী, মো. রবিউল ইসলাম মোল্লা, মো. আব্দুল হাকিম গাজী ও মো. ইন্তাজ আলী গাজী মনোনীত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন কমিটির সদস্যরা জানান, মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ, ধর্মীয় শিক্ষার পরিবেশ সৃজন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের প্রধান লক্ষ্য হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষও কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।