ফুলগাজী সংবাদদাতা ।
ফেনীর ফুলগাজী উপজেলায় রাতের আঁধারে ৬০ শতক জমির কাটা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বর্গাচাষি সোলেমান মুন্সি জানাচ্ছেন, ধারদেনা করে চাষ করা ধান এক রাতেই ছাই হয়ে যাওয়ায় তিনি এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬৮ বছর বয়সী সোলেমান মুন্সি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকেন এবং মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে এবারের মৌসুমে ধান চাষ করেছিলেন। মঙ্গলবার বিকেলে মাঠ থেকে কাটা ধান তিনি রাস্তার পাশে স্তূপ করে রাখেন। পরদিন সকালে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে তার সব ধানে আগুন লাগিয়ে দিয়েছে।
এলাকাবাসী জানান, সোলেমানের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। শান্ত স্বভাবের এই কৃষকের এমন ক্ষতি দেখে তারা বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ঘটনার বিষয়ে ফুলগাজী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।