আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর(শনিবার)। নিজ ক্যাম্পাসে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন “টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজ” থেকে বুটেক্স বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০১০ সালে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মো: মাসউদ আহমেদের সময় থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। এরপর চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সময় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত হলেও রাজনৈতিক অস্থিরতা ও নানা কারণে সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন এর সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানটি সম্পর্কে নিজের অনুভূতি জানিয়ে টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মো: আতিকুর রহমান আতিক বলেন, প্রথম সমাবর্তনের অংশ হতে পারা নিসন্দেহে আনন্দের। তবে কয়েক দফা পেছানোর ফলে অনেকের মনে এখনো সংশয় রয়ে গেছে, সমাবর্তন হবে কিনা! যথেষ্ট প্রস্তুতি নিয়ে ভাল একটা সমাবর্তন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটিই প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে অনেকদিন পর এই বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা করব আয়োজকরা খুব সুন্দর একটি সমাবর্তন আয়োজন করবে। আমি অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “দীর্ঘদিন পর অবশেষে আমরা বুটেক্সের ১ম সমাবর্তন আয়োজন করতে পারছি। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায় নি। সমাবর্তন যাতে সুষ্ঠু ভাবে আয়োজন করা যায় এজন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্ঠু ভাবে সমাবর্তনটি আয়োজন করার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২-৪৪তম ব্যাচ পর্যন্ত গ্রাজুয়েট নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিবন্ধিত গ্রাজুয়েট প্রতিনিধিদের সাথে আগামী ২৯ নভেম্বর(শনিবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।