আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার আগামী ২৮ নভেম্বর সারা দেশের এক হাজার সাত টি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষনা করেছেন।
ঘোষিত তৃতীয় ধাপের নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়নে ২৮ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- নারিকেলবাড়িয়া,ধল্গ্রাম,দহাকুলা,দরাজহাট, রায়পুর,বন্দবিলা,জহরপুর,বাসুয়াড়ী ও জামদিয়া ইউনিয়ন।
এসব ইউনিয়নে তফশিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহন ২৮ নভেম্বর।