৫৪৩ দিন পরে আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দের মধ্য দিয়ে যশোরের অভয়নগর উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি সরকারি মাধ্যমিক ও ৫৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি কলেজসহ ২১টি মাদ্রাসায় আগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষকেরা।
করোনা ভাইরাস সংক্রমনের কারনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় রোববার স্কুল-কলেজ খুলে দেয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বয়ে চলে আনন্দের বন্যা। শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে ফেস্টুন-বেলুন দিয়ে গেট সাঁজিয়ে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয় চকলেট ও মাস্ক। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের।
রোববার সকালে সরেজমিনে উপজেলার সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করছেন শিক্ষকেরা। মহামারি করোনায় দীর্ঘ ৫৪৩দিন পর স্কুল-কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদের নেতৃত্বে অন্যান্য শিক্ষকেরা, উপজেলার সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম খানের নেতৃত্বে অন্যান্য শিক্ষকেরা, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা খাতুনের নেতৃত্বে অন্যান্য শিক্ষকেরা তাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।
প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে অভয়নগর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদ করিম জানান, উপজেলায় ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কোন বিদ্যালয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, অভয়নগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ মুখর পরিবেশে পাঠদান শুরু হয়েছে। সরেজমিনে প্রতিষ্ঠানগুলো দেখে মনে হয়েছে, দীর্ঘদিন পর বিদ্যালয়গুলোতে ক্লাস হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে।