বাঘারপাড়ায় কৃষ্ণ দেবনাথ (৪২) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মৃত কৃষ্ণ দেবনাথ বাঘারপাড়া উপজেলার শালবরাট গ্রামের রাধাকান্ত দেবনাথের ছেলে।
নিহতের স্ত্রী কাকলী দেবনাথ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের পুজা মন্ডপ থেকে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে পরিবাররের অনযদের সাথে মিলে দরজা খুলে ঘরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে উঠেন। এসময় পরিবারের সদস্যরা এসে অচেতন অবস্থায় কৃষ্ণকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহ আলম রুবেল তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, কোন অভিযোগ না থাকায় সতকারের জন্য লাশ পরিবারেওর কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।