ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ছয় জন বাস যাত্রী নিহত হয়েছেন। এসময় আরোও কয়েকজন আহত হন ।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা ময়মনসিংহ সড়কের তেলেরঘাটে দুর্ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। দূর্ঘটনায় অকুস্থলে ৫ জন নিহত এবং হাসপাতালে নেয়ার সময় ১ জন মারা গেছেন। ।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।