শনিবার মধ্যরাতে রাঙ্গামাটির কাপ্তায়ের চিৎমরম ইউপির আগাপাড়ায় আওয়ামীলীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত আগাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা(৫৬) আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে নেথোয়াই মারমা মনোনয়ন ফরম জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সাথে মতবিনিময়ের জন্য নিজ এলাকায় যান এবং রাতে বাড়িতে অবস্থান করেন। গভীর রাতে ১২-১৪ জনের একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে অস্ত্রসহ ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে নেথোয়াই মারমার মৃত্যু নিশ্চিত করে চলে যায় ।
আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা সভাপতি অংসুই ছাইন চৌধুরী জানান, নেথোয়াই মারমা যুবলীগের দুই নেতা হত্যাকান্ড ঘটার পর থেকে উপজেলা রেস্টহাউসে থাকতেন । তিনি এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কে দায়ী করেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ময়না তদন্তের ব্জন্য মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে ভপেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি বলেন।