রাশিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমন। রাশিয়ায় শনিবার প্রকাশিত সরকারী হিসেবে গত ২৪ঘন্টায় করোনায় মারা গেছেন এক হাজার দুই জন। এসময়ে আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি মানুষ। ক্রমাগতভাবে গত তিনদিন ধরে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।
রাশিয়ায় করোনা ফের বেড়ে যাওয়ার কারন হিসেবে অনেকে টিকা প্রদানের ধীরগতি এবং স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই দায়ী করছেন।
সেদেশের সরকারী তথ্য মোতাবেক রাশিয়ায় টিকা প্রদানের হার মাত্র ৩১ শতাংশ। চিকিৎসকরা বলছেন, করোনা পরীক্ষা ছাড়াই মানুষ চলাচলে অনুমতি দিয়েছেন সরকার। স্বাস্থ্যবিধি ছাড়ায় দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মানুষ অবাধে চলাচলে অনুমতিসহ বিভিন্ন কারনে করোনা সংক্রমন বাড়ছে। সরকার এনিয়ে কিছু বলছেন না।
করোনায় রাশিয়ায় এপর্যন্ত ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন মারা গেছেন।