সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়ার সাংবাদিক শান্ত দেবনাথ (২৪) গুরুতর আহত হয়েছেন।
শান্ত দেবনাথের বড়ভাই ধীমান দেবনাথ জানান, গতকাল মোটরসাইকেলে করে জেলা শহর যশোরে যাওয়ার সময় যশোর-নড়াইল সড়কের ঝু্মঝুমপুর বিসিক এলাকায় পৌছালে পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাক এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাংবাদিক শান্ত পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তিনি জানান,শান্তর মাথা,হাত ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে শান্ত দেবনাথ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক শান্ত দেবনাথ বাঘারপাড়া উপজেলার শালবরাট গ্রামের গুরুপদ দেবনাথের ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন পত্রিকার বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি।