অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক একরাম সিদ্দিকী খোকন (৫৪) মঙ্গলবার সকালে নিজ বাড়ি উপজেলার গুয়াখোলা গ্রামে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি .. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের বাড়িতে ছুটে যান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমনসহ সাংবাদিকরা।
আজ বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদসহ কর্মকর্তা ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।