নিখোঁজের ৮ দিন পর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাঠ থেকে এক ইজিবাইক চালকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল বেলায় গ্রামের মাঠের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইকরামুল ইসলাম (২৬) সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার পুত্র ।
কোলা পুলিশ ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, স্থানীয়রা এদিন সকালে মাঠের ধানক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকরামুলের মরদেহ উদ্ধার করে । পরিবার সদস্যরা এসে নিখোঁজ ইকরামুলের লাশ হিসেবে শনাক্ত করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান মিয়া মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান । তিনি বলেন,নিহতের কারন উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের বড় ভাই রুহুল আমিন জানান, প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি তেতুলবাড়িয়া থেকে গত ১২ অক্টোবর মঙ্গলবার সকালে ভাড়ায় চালানোর জন্য ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হয় ইকরামুল । রাতে বাড়ী ফিরে আসায় ফোনে তার সাথে যোগাযোগ করলে ইকরামুল জানান, বাড়ী ফিরে আসছেন তিনি । কিন্তু বাড়ি ফিরে না আসায় বার বার ফোনে যোগাযোগ করে তার ফোন সুইসঅফ পাওয়া যায়। সেই থেকে ইকরামুল নিখোঁজ ছিল। তার নিখোঁজ ব্যাপারে সদর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছিল।