অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাধীন ৮ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে একটি করে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন গ্রাম পুলিশদের মাঝে একটি করে নতুন সাইকেল প্রদান করেন।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতারসহ ইউপি চেয়ারম্যানগণ।