যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নওয়াপাড়া নূরবাগ এলাকায় নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুর রউফ, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অনুপ কুমার সাহা, অনলাইন নিউজ পোর্টাল পোষ্ট পিয়নের সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য ডিআর আনিস প্রমুখ।
আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।