মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাঘারপাড়ায় কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
জাইকার অর্থায়নে পরিচালিত এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে যশোরের বিভিন্ন সরকারি হাসপাতালে পানি সরবরাহের উন্নতি এবং স্বাস্থ্য চর্চার মাধ্যমে করোনা ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় কৌশলগত কর্মশালা আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ এফ পিও ডা: মোঃ শরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত মোস্তাক আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ শাহ আলম রুবেল, মেডিকেল অফিসার মৌমিতা ধর, সহকারি সার্জন সুমাইয়া রহমান ও সিনথিয়া ফারজানা ।
হাসপাতালের পক্ষে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সেবিকা, প্রধান সহকারী, উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার ।
প্রকল্পের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন প্রকল্প ব্যাবস্থাপক তরূন কান্তি হোড়, সহকারী প্রকল্প ব্যাবস্থাপক জয়নুল আবেদীন জামান, প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম রাজু , হিসাব রক্ষক মধুসূদন দে, ডকুমেন্টেশন ও মনিটরিং অফিসার রাকিব উদ্দিন, হাইজিন সুপারভাইজার মুজিবার রহমান, হেলথ প্রমোটার তানজির হোসেন প্রমুখ।