মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিবার্চনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। হামলার শিকার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথর্ী বদর উদ্দিন মোল্যার ভাই মন্নু মোল্যা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় মোট ১৬ জনকে আসামী করা হয়েছে।এর মধ্যে মামলার আসামী নাজমুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) ফিরোজ উদ্দিন বলেন,‘জহুরপুর ইউনিয়নে মনোনয়ন জমা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত নাজমুল নামে একজনকে গ্রেফতারও করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অযথা কেউ যাতে হয়রানি না হয়-সেদিকে আমাদের খেয়াল আছে।’
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন মোল্যা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বাঘারপাড়া উপজেলা সদরে আসার সময় নিজ এলাকায় হামলার শিকার হন। ওই ঘটনায় বদর উদ্দিন মোল্যা ও তার ছেলে পাঁচজন প্রতিপক্ষের লোকজনের দ্বারা হামলার শিকার হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।