পীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগ পেয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী দপ্তরি, পিয়ন, ঝাড়ুদার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীর তালিকা দেওয়া হয়। ওই তালিকা রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা তালিকা থেকে পছন্দমতো প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগ দেন।
প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, এবারের ইউপি নির্বাচনে পোলিং অফিসার পদে শিক্ষাপ্রতিষ্ঠানের ঝাড়ুদার, দপ্তরি, পিয়ন এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীকেও নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলার শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনের স্বাক্ষরে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার সাজু মিয়া ও দপ্তরি আব্দুল খালেক মিয়া।
এ বিষয়ে বক্তব্য জানতে শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক বলেন, আমরা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নামের তালিকা চেয়েছি। তারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেভাবেই নির্বাচনী দায়িত্বে নিয়োগ দিয়েছি।