মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের আসবায় সাজ্জাদ লস্কর(৩৫)নামে একযুবক গরু চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত সাজ্জাদ লস্কর উপজেলার পুখুরিয়া গ্রামের সাহেব আলী লস্করের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, একদল চোর গভীর রাতে পিকআপ নিয়ে পুখুরিয়া গ্রামে ঢুকে নিহত সাজ্জাদের গোয়াল থেকে একটি গরু খুলে পিকআপে উঠিয়ে অন্য একটি গরু খুলে নেয়ার সময় পরিবারের লোকজন জানতে পারলে চোরেরা একটি গরু নিয়ে দ্রুত পিকআপ চালিয়ে পালিয়ে যায়।
এসময় গরুর মালিক সাজ্জাদসহ তিনজনে মোটরসাইকেল করে চোরদের পিছুনেয়। গরুসহ উপজেলার আসবায় পৌছালে রাস্তার বালুতে গাড়ি আটকে গেলে নিহত সাজ্জাদ লস্কররা এসময় ওই স্থানে পৌঁছে গাড়ির চালককে ধরে ফেললে অপর চোর ধারালো ছুরি দিয়ে সাজ্জাদকে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় গাড়ি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ ঘটনায় ছুরিকাহত সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।