কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যাক্তিগত সহকারী মহিউদ্দিন বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার( ৬ নভেম্বর ) রাতে খাগড়াছড়ি জেলার সাজেক থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। থানার ওসি আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন ।
সাজেকের একটি রিসোর্ট থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যে কোতয়ালী থানা পুলিশ এবং গোয়েন্দা একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে মহিউদ্দিন কে আটক করতে সমর্থ হন। তার কাছ থেকে তথ্য আদায়ের জন্য পুলিশ আদালতের মাধ্যমে রিমান্ড চাইবে।
কুমিল্লার পূজা মন্ডপে গত ১৩ অক্টোবর হামলার পর মহিউদ্দিন পরিবারসহ পালিয়ে যান । তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার অভিযোগে দুই টি মামলা হয়। পুজা কমিটীর আহবায়ক তরুণ কান্তি মোদক মিথুন একটি মামলা ও পুলিশ একটি মামলা দায়ের করেন।