জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ফলে যানবাহনের ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এক বৈঠক হয়।
ওই বৈঠকে নতুন করে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে ,সেখানে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা করা হবে । এর ফলে কিঃ মিঃ প্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা বেশি ভাড়া দিতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।
অন্যদিকে মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা করার। ফলে ৭০ পয়সা ভাড়া বাড়বে। ভাড়া বৃদ্ধির শতকরা হার ৪১ দশমিক ১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার কথা বলা হয়েছে। ভাড়া কিঃ মিঃ প্রতি ৮০ পয়সা বাড়ছে। বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।