বুধবার (১১ নভেম্বর ) যশোর-মাগুরা মহাসড়কে গাছের সাথে পরিবহনের ধাক্কায় ১ জন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,যশোর থেকে সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস(ব-২২৯) বিকাল পাঁচটায় দ্রুত গতিবেগে ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছিল। বাসটি যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট চিত্রামডেল কলেজ এলাকায় পৌছে বিপরীতমুখি অন্য একটি ট্রাক কে পাশকাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা মারে। এসময় গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারসহ অন্তত বিশ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক ।
আহতরা হচ্ছেন- বাসের হেলপার খুলনার খালিশপুরের ইরফান জোয়ারদারের ছেলে রুহোল আমীন (৪২ ) , বাস যাত্রী মনিরামপুরের চিনাটোলার মৃত মিজানুরের ছেলে শুভ (২১), ফরিদপুরের মধুখালীর গোলাপদী গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে আবু মুছা (৩৫ ) ও মাগুরার নিজনান্দলের মৃত রওশন আলীর ছেলে লেলিন (২৭ )।
শেষ খবরে জানা গেছে,যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুরসালিন শুভ্র গাড়ির হেলপার রুহোল আমীন (৪২ ) কে মৃত ঘোষনা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরোজ উদ্দিন খবর নিশ্চিত করে বলেছেন,আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।