অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে শীতার্ত মানুষের মাঝে রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে কম্বল ও মশারী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রোটারী খোরশেদ আলী মোগল কমপ্লেক্স ভবনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও মশারী বিতরণ করেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট শাহ্ জালাল হোসেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার পাস্ট প্রেসিডেন্ট আবদুল আজিজ সরদার, ডা. জুলফিকার আহম্মেদ, নূর আলম বাবু, রবিউল ইসলাম, শাহ্ মুকিত জিলানী, মো. শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আনিছুর রহমান রাজু, সেলিম হোসেনসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
রোটারী ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩২৮১ এর অন্র্Íভুক্ত রোটারি ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে উপজেলার অসহায় নিঃস্ব বয়স্ক মানুষের মধ্যে ৩’শ কম্বল ও ৩’শ মশারী বিতরণ করা হয়। এসময় ক্লাবের বিভিন্ন কার্যক্রম পত্র-পত্রিকায় তুলে ধরার জন্য ডিস্ট্রিক থেকে প্রাপ্ত স্বারক নওয়াপাড়া প্রেসক্লাব ও দৈনিক নওয়াপাড়াকে উৎসর্গ করেন প্রেসিডেন্ট আব্দুস সালাম বিশ্বাস। তাছাড়া নওয়াপাড়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা নজরুল ইসলাম মল্লিক, সৈয়দ জাহিদ মাসুদ তাজ,আশরাফুল ইসলাম প্রিন্স, রবিউল ইসলাম বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।