1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত, কল্যাণ ট্রাস্ট গঠন - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত, কল্যাণ ট্রাস্ট গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৯২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি


নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

সভার শুরুতে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান প্রেসক্লাবের আয় ও ব্যয় বিবরনী তুলে ধরেন।

এর পরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহম্মেদ ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, নিবার্হী সদস্য সেলিম হোসেন প্রমুখ।

সভায় প্রেস ক্লাবের সদস্য রবিউল ইসলাম বিশ্বাসকে নিবার্হী সদস্য হিসেবে কমিটিতে কোঅপ্ট করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। এরপর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনীল দাস নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি করে দেন।

পরে নওয়াপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির নাম ঘোষনা করেন, অধ্যক্ষ খায়রুল বাশারকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি গাজী রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ইমন হাসান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নির্বাহী সদস্য করা হয় রকিবুল ইসলাম রুবেল ও ডিআর আনিসুর রহমানকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews