সোমবার (৩ জানুয়ারি) নাটোরের সিংড়া উপজেলায় মাছের পেটে স্বর্ণের চেইন পেয়েছেন এক গৃহবধু।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার সুশান্ত সরকারের বাড়িতে।
জানা গেছে, স্বর্ণকার সুশান্ত সরকার এদিন বাজার থেকে দুটি বড় রুই মাছ কিনে বাড়িতে নিয়ে আসেন। পরে তার স্ত্রী চন্দনা রানী মাছ কাটার সময় ওই মাছের একটি পেট কাটার পর স্বর্ণের চেইন টি বেরিয়ে আসে।মাছের পেট থেকে চার আনা ওজনের স্বর্ণের চেইন পেয়ে অবাক হয়ে যান।
সুশান্ত সরকারের স্ত্রী চন্দনা রানী বলেন, মাছের পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে তিনি নাড়ির মধ্যে চেইনটি জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানতে চাইলে সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, মাছের পেটে স্বর্ণের চেইন পাওয়ার ঘটনা অস্বাভাবিক। তবে মাছটি হয়তো খাবারের সাথে চেইনটি খেয়ে ফেলেছে।